রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাজীপুরে হাতের কব্জি বিছিন্ন করার ঘটনার চারজন গ্রেপ্তার 

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে হাতের কব্জি বিছিন্ন করার ঘটনার চারজন গ্রেপ্তার 

গাজীপুরে কুপিয়ে হাতের কব্জি বিছিন্ন করার ঘটনার অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বাসন থানায় একটি মামলা করেন। 

সেই মামলার প্রেক্ষিতে গত সোমবার জিএমপি বাসন থানার একটি চৌকশ টিম অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে ৩ জনকে ও গাজীপুর থেকে ১ জনসহ অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে তাদের দেয়া তথ্য মতে, ভোগড়া পেয়ারা বাগান ভি এন্ড আর গার্মেন্টসের গলির ড্রেন থেকে ওই ঘটনায় ব্যবহূত ২টি ধারালো দা উদ্ধার করে বাসন থানা পুলিশ। মঙ্গলবার  (১২ মার্চ) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান।

এ সময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিকটিম মাসুদ রানা অভিযুক্ত সুমন মিয়া এবং আসলামকে গ্রেপ্তারী পরোয়ানামূলে বাসন থানায় পুলিশকে গ্রেপ্তারে সহায়তা করায় তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। 

সেই শত্রুতার জের ধরে গত ৯ মার্চ ভোরে নগরীর পেয়ারা বাগান এলাকায় অভিযুক্ত ৪ জন ভিকটিম মাসুদ রানাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হাতে কব্জি বিছিন্ন করে।

টিএইচ